চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
শিক্ষাবর্ষঃ ২০২০-২০২১
C- Unit (Set Code-1)
[Management - ব্যবস্থাপনা ]
১। মানব সম্পদ ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান?
A. সামাজিক
B. অর্থনৈতিক
C. প্রাকৃতিক
D. রাজনৈতিক
E. আইনগত
উত্তর -B
২।অংশীদারের ভিত্তিতে গঠিত ব্যাংকিং ব্যাবসায়ে সর্বোচ্চ কতজন সদস্য থাকতে পারে?
A. ০৫
B.১০
C. ২০
D. ৫০
E. ১৫
উত্তর -B
৩।প্রাইভেট লিমিটেড কোম্পানীর ন্যূনতম পরিচালক সংখ্যা কত?
A.২
B. ৩
C. ৫
D. ৭
E. ১০
উত্তর - A
৪। BSTI বাংলাদেশের কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে ?
A. শিল্প
B. অর্থ
C. বাণিজ্য
D. আইন
E. পরিকল্পনা
উত্তর - A
৫। ISO এর প্রধান অফিস কোথায়?
A. নিউইয়র্ক
B. লন্ডন
C. টোকিও
D. জেনেভা
E. ব্রাসেলস্
উত্তর - D
৫। WTO এর কার্যক্রম শুরু হয় কোন সালে?
A. ১৯৯৫
B. ১৯৯৬
C. ১৯৯৭
D. ১৯৯৮
E. ১৯৯৯
উত্তর - A
৬. উদ্যোগ (Entrepreneurship) ধারণাটি প্রথমে কে প্রচলন করেন?
A. Joseph Schumpeter
B. Henry Fayol
C. Richard Cantillon
D. Adam Smith
E. Michal Porter
উত্তর -E
৭। ব্যবস্থাপনায় MBO ধারণাটির প্রবক্তা কে?
A. Michal Porter
B. Elton Mayo
C. Robert Owen
D. Henry Fayol
E. Peter F Drucker
উত্তর -E
৮। বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় কয়টি মূলনীতির উল্লেখ আছে?
A. ১০টি
B. ৮টি
C. ৬টি
D. ৪টি
E. ২টি
উত্তর - D
৯।নিচের কোন সংগঠন কাঠামোতে দু'ধরনের কার্যবিভাজনকে সমন্বয় করা হয়?
A. কার্যভিত্তিক
B. উপদেষ্টা
C. সরল রৈখিক
D. মেট্রিক্স
E. B & C
উত্তর- D
১০. নিচের কোনটি হার্জবার্গের প্রেষণা তত্ত্ব?
A. প্রত্যাশা
B. সমতা
C. চাহিদা সোপান
D. লক্ষ্য নির্ধারণ
E.দ্বি-উপাদান
উত্তর - E
১১. BGMEA কোন শিল্পের স্বার্থ সংরক্ষণকারী প্রতিষ্ঠান?
A. পাট
B. তৈরি পোশাক
C. সুতা
D. স্টীল
E. লবন
উত্তর - B
১২. পণ্যকে অন্যান্য প্রতিযোগিদের থেকে আলাদা করার জন্য নিচের কোনটি ব্যবহার হয়?
A. প্যাটেন্ট
B. ট্রেড লাইসেন্স
C. কপিরাইট
D. ট্রেডমার্ক
E. লোগো
উত্তর -D
১৩. আমলাতন্ত্রের প্রবর্তক কে?
A. Henry Fayol.
B.Max Weber
C. FW Taylor
D. Adam Smith
E. Henry L Gantt
উত্তর - B
১৪. কর্ণফুলী পেপার মিলস্ কোন সংস্থার অন্তর্গত?
A. BCIC
B. BSEC
C. BJMC
D. BTMC
E. BFIDC
উত্তর - A
১৫. নিচের কোনটি Henry Fayol এর দেয়া ব্যবস্থাপনার নীতি নয়?
A. আদেশের ঐক্য
B. নির্দেশের ঐক্য
C. সমতা
D. শ্রম বিভাজন
E. সরলতা
উত্তর - E
১৬. নিচের কোনটি কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের মধ্যে পড়ে না?
A. চাকুরী নিয়োগ কেন্দ্র
B. বিজ্ঞাপন
C. ক্যাম্পাস রিক্রুটমেন্ট
D. পদোন্নতি
E. গেইট হায়ারিং
উত্তর - D
১৭.ব্যবস্থাপনার কোন নীতি দ্বৈত অধীনতা অনুমোদন করে না?
A. আদেশের ঐক্য
B. সমতা
C. শ্রম বিভা
D. নির্দেশের ঐক্য
E. কেন্দ্রীকরণ
উত্তর -A
১৮. নিচের কোনটি মাসলোর চাহিদা সোপান তত্ত্বের একটি সোপান নয়?
A. সামাজিক চাহিদা
B. মর্যাদার চাহিদা
C. চাহিদা
D. ন্যায় বিচারের চাহিদা
E. নিরাপত্তার চাহিদা
উত্তর - D
১৯. একটি কোম্পানীর বার্ষিক সাধারণ সভার ক্ষেত্রে কৃত দিনের অগ্রিম নোটিশ দিতে হয়?
A. ৭ দিনের
B. ৩০ দিনের
C. ১৪ দিনের
D.৩ দিনের
E. ২১ দিনের
উত্তর - C
২০. প্যাটেন্ট আইন অনুযায়ী প্যাটেন্ট কোন ধরনের সম্পদ?
A. মানব
B. বুদ্ধিভিত্তিক
C. অস্থায়ী
D. তরল
E. সরকারী
উত্তর - B
২১. সংগঠন প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ কোনটি?
A. কেন্দ্রীকরণ
B.কার্যনির্ধারণ
C. পারস্পরিক সম্পর্ক নির্ধারণ
D. বিকেন্দ্রীকরণ
E.দায়িত্ব ও ক্ষমতা নির্ধারণ
উত্তর -C
২২.বাংলাদেশে কত সালের কোম্পানী আইন প্রচলিত?
A. ১৯১৩
B. ১৯৩২
C.১৯৯৪
D. 2001
E. ২০০৬
উত্তর - C
২৩. বিভাগীয়করণ নিচের কোন প্রক্রিয়ার অংশ?
A. প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া
B. পরিকল্পনা প্রক্রিয়া
C. নিয়ন্ত্রণ প্রক্রিয়া
D. বাজেটিং এরিয়
E. কর্মী প্রবেশন প্রক্রিয়া
উত্তর - A
২৪. সুনাম ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান?
A. সামাজিক
B. অর্থনৈতিক
C. আইনগত
D. প্রাকৃতিক
E. রাজনৈতিক
উত্তর -A
২৫. চট্টগ্রাম স্টক একচেঞ্জের যাত্রা শুরু হয় কত সালে?
A. ১৯৮৪
B. ১৯৯৫
C. ১৯৮৬
D. ১৯৯০
E. ২০০০
উত্তর - B
২৬. বাংলাদেশে কত সালের সমবায় বিধিমালা চালু রয়েছে?
A. ১৯৮৪
B. ১৯৯০
C. ১৯৯২
D.১৯৯৬
E. ২০০৪
উত্তর - E
২৭. SAPTA অন্তর্ভুক্ত সর্বশেষ রাষ্ট্র কোনটি?
A. ভুটানা
B. নেপাল
C. পাকিস্তান
D.আফগানিস্তান
E.মালদ্বীপ
উত্তর - D
২৮. সফল নারী উদ্যোক্তা ড. হোসনে আরা নিচের কোন NGO এর প্রতিষ্ঠাতা?
A. BRAC
B. ASA
C. PROSHIKA
D. TMSS
E. Grameen
উত্তর - D
২৯. 'Rocket' মোবাইল ব্যাংকিং সেবাটি কোন ব্যাংকের?
A. ব্র্যাক
B. ডাচ-বাংলা
C. প্রাইম
D. ইউনিয়ন
E. ইসলামী
উত্তর - B
৩০. শ্রম বিভাজন ধারণাটির প্রবক্তা কে?
A. Robert Owen
B. Elton Mayo
C. Henry Fayol
D. Adam Smith
E. F W Taylor
উত্তর - D
৩১. বাজেট কোন ধরনের পরিকল্পনা?
A. একার্থক
B. সংখ্যাত্ত্বক
C. অস্থায়ী
D. সম্মিলিত
E.স্থায়ী
উত্তর - A
৩২. উৎপাদন বৃদ্ধিতে কর্মীদের ভাল মন্দ বিশেষভাবে বিবেচনায় নিয়ে যে নেতৃত্ব পরিচালিত হয় তাকে_______নেতৃত্ব বলে।
A. গণতান্ত্রিক
B. স্বৈরতান্ত্রিক
C. লাগামহীন
D. কর্মী কেন্দ্রিক
E. উৎপাদন কেন্দ্রিক
উত্তর -C
৩৩. নিয়ন্ত্রণের ভিত্তি কোনটি?
A. নির্দেশনা
B. প্রেষণা
C. পরিকল্পনা
D. সংগঠন
E. নেতৃত্বদান
উত্তর - C
৩৪. বাংলাদেশে সমবায় আন্দোলনের প্রবক্তা কে?
A. ড. মো: ইউনুস
B. ফজলে হাসান আবেদ
C. আকতার হামিদ খান
D. রেহমান সোবহান
E. অধ্যাপক আসহাব উদ্দিন
উত্তর - C
Management - CU- C unit |