জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
শিক্ষাবর্ষঃ ২০২১-২০২২ [সেট- F]
(বাংলা)
১. জোড়াসাঁকোর 'ঠাকুর' পরিবারের আসল পদবি ছিল-
ক। ঘোষ
খ। কুশারী
গ। শাস্ত্রী
ঘ। মুখোপাধ্যায়
উত্তরঃ খ
২.'তরী তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান? ডেকেছে কি সে আমারে? শুনি নাই,রাখিনি সন্ধান।'উক্তিটি কোন লেখার অন্তর্গত?
ক। পাঞ্জেরি
খ। আঠারো বছর বয়স
গ।সোনার তরী
ঘ। তাহারেই পড়ে মনে
উত্ততঃ ঘ
৩. কোন বানানটি ভুল?
ক। সূক্ষ্ম
খ। নিক্কণ
গ।পিণাক
ঘ।দুর্নীতি
উত্তর- খ
৪. 'সওগাত 'শব্দের অর্থ কী?
ক। উপহার
খ।তিরস্কার
গ। মেঘ
ঘ। ব্যবসা
উত্তর -ক
৫. 'কাপুড়ে বাবু' বাগধারার অর্থ কী?
ক। ভন্ড
খ।অপদার্থ
গ। অমানুষ
ঘ। অযোগ্য
উত্তর -ক
৬.' যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে' এর সঠিক এককথায় প্রকাশ কোনটি?
ক। অবিমৃশ্যকারী
খ। অবিসংবাদী
গ।নাতিদীর্ঘ
ঘ। সাহসী
উত্তর - ক
০৭. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সমাসের উদাহরণ?
A. বে-পরোয়া
B. খোশমেজাজ
C. কানে খাটো
D. পণ্ডিতমূর্খ
উত্তর- D
৮.'অচিন' শব্দের 'অ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়?
A. নেতিবাচক
B. বিয়োগান্তক
C. নঞর্থক
D. অজানা
উত্তর- D
০৯. 'কলম' শব্দটি কোন ভাষার শব্দ?
A. আরবি
B. ফারসি
C. ইংরেজি
D. হিন্দি
উত্তর - আ
Ans: A.
১০.'শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন' বাক্যটি কোন কারকের উদাহরণ?
A. মুখ্য কর্তা
B. প্রযোজ্য কর্তা
C. ব্যতিহার কর্তা
D. প্রযোজক কর্তা
উত্তর - D
ইংরেজি - English অংশের প্রশ্ন ও সমাধান ২০২১-২০২২ >- Click Here
JU- Bangla- E unit |